1. rsumon83@gmail.com : Gobi Khobor : Mostofa Kamal
  2. omar1@gobikhobor.com : omar Faruk : omar Faruk
  3. ariful.bpi2012@gmail.com : Ariful Islam : Ariful Islam
  4. omar@gobikhobor.com : omar Faruk : omar Faruk
  5. rsaidul34@gmail.com : Saidul Islam : Saidul Islam
মহাদেবপুরে জোরপূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ - গোবি খবর
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ন

মহাদেবপুরে জোরপূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ

  • আপডেট করা হয়েছে : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৫২ বার পঠিত

আইনুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জোরপূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ২০০১ সালে শিবরামপুর গ্রামের মৃত গণেশ উদ্দীন সরদারের পুত্র আব্দুর রহমান সরদার ও মো: তাহির উদ্দীন সরদারের নিকট থেকে একই গ্রামের মৃত মেছের আলীর পুত্র মোঃ মকলেছার রহমান, লালবর রহমান, মৃত কফিল উদ্দীনের পুত্র মোঃ লুৎফর রহমান, মোঃ মোজাফফর রহমানের পুত্র মোঃ নয়ন সরদার ৭৫৫ নং খতিয়ানের, হাল দাগ ২২৫৩ তে ০৩ শতক জমি ক্রয় করে গত ২০ বছর যাবত ভোগদখল করে আসছিল। হটাৎই গত ১১ মার্চ বুধবার সকালে একই গ্রামের মৃত মেছের আলীর পুত্র লালবরের সহযোগিতায় মৃত আছির উদ্দীনের পুত্র মোঃ আব্দুল মতিন, মৃত খুদির পুত্র মোঃ আবুল, আবুলের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম জোরপূর্বক দখল করে ৫টি আম গাছ ও ১টি করমজার গাছ কেটে নেয়। যে গাছগুলোর আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা হবে।

এ বিষয়ে সরেজমিনে গেলে মৃত আছির উদ্দীনের পুত্র বিবাদী আব্দুল মতিন জানান, যে জমিটি তারা দখল করেছেন রেকর্ডমূলে ওই জমি তাদের। বাদিরা যার কাছ থেকে জমি কিনেছে তার অন্য দাগের জমি থেকে বুঝে নিলেই পারে। গাছ কাটা প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল মতিন জানান যে, গাছগুলো তারা কেটে ৩ হাজার টাকায় বিক্রয় করেছেন এবং গাছের টাকা তাদের ৪ জনের মধ্যে ২জনকে দিয়েও দিয়েছেন। উল্লেখ্য যে, উক্ত জমিসহ প্রায় ৪৫ বিঘা জমির উপর নওগাঁ কোর্টে বাটোয়ারা মামলা রয়েছে।

Comments

comments

এই খবর সবার সাথে শেয়ার করুন

এই ধরনের আরও খবর

গোবিন্দগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার জন্য

সারাদেশের জন্য

© স্বত্ব গোবিখবর ২০১৩-২০২০

কারিগরি সহযোগিতায় Pigeon Soft