1. rsumon83@gmail.com : Gobi Khobor : Mostofa Kamal
  2. omar1@gobikhobor.com : omar Faruk : omar Faruk
  3. ariful.bpi2012@gmail.com : Ariful Islam : Ariful Islam
  4. omar@gobikhobor.com : omar Faruk : omar Faruk
  5. rsaidul34@gmail.com : Saidul Islam : Saidul Islam
ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন "প্রবর্তন” ত্রাণ বিতরণ - গোবি খবর
শুক্রবার, ২৯ মে ২০২০, ১১:৫৩ অপরাহ্ন

ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন “প্রবর্তন” ত্রাণ বিতরণ

  • আপডেট করা হয়েছে : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৮ বার পঠিত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
‘দূরে থেকে পাশে দাঁড়াই, অনাহারীর আহার যোগাই’ এই স্লোগান নিয়ে সমাজের দুস্থ-অসহায় শ্রেণিদের পাশে দাঁড়িয়ে এক নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন ঝিনাইদহের “স্বেচ্ছাসেবী সংগঠন” এর এক ঝাঁক তরুণ-তরুণী।  জানা গেছে , করোনাভাইরাস যখন বাংলাদেশে তার জায়গা করে নিতে ব্যস্ত ঠিক তখন ঝিনাইদহের একঝাঁক তরুণ-কিশোর কিশোরী দাঁপিয়ে বেড়াচ্ছে পাড়া-মহল্লা তৈরি করেছেন প্রবর্তন নামের স্বেচ্ছাসেবী সংগঠন। এই ভয়ঙ্কর মহামারীর সময় সবাই যখন ঘরে কিন্তু তারা ঘরে বসে থাকেনি। দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। অসহায় মানুষের কল ফোনে পেলেই ছুটে যাচ্ছে তারা।

অসহায় মানুষের পাশে থাকায় যে তাদের মূল উদ্দেশ্য। তেমনি করে মহামারি দেশে আগমনের পর থেকেই ৩০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন ঝিনাইদহের এই “প্রবর্তন সেচ্ছাসেবী সংগঠন” খাদ্য সামগ্রি বিতরণের মধ্যে থাকছে চাউল,ডাউল,আলু,তৈল,লবণ ইত্যাদি। আরও জানা গেছে, ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে থাকবে সেমাই,চিনি,গুড়া দুধ,ডাউল ইত্যাদি। ঝিনাইদহের “প্রবর্তন সংগঠনের সদস্যগন প্রতিবেদককে জানান, সম্প্রতি নভেল করোনা ভাইরাস এর মহামারী রূপ ঠেকাতে পুরো বিশ্ব হিমশিম খাচ্ছে। সমস্ত দেশ লকডাউন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দিনমজুর ও খেটেখাওয়া মানুষেরা। তাঁদের সচেতনতা ও অর্থ উপার্জনের উৎসের অপ্রতুলতার দিকটি বিবেচনা করে আমাদের এ উদ্যোগ নেওয়া। ঝিনাইদহের ” প্রবর্তন সেচ্ছাসেবী সংগঠন”টি বাস্তবায়নে সংগঠনের সবুজ, আশিক, অলিভ, শিহাব, সায়েম, সানি, টাইসন, প্রান্ত, লিজা, তথি , অনিক প্রমূখ, দিন রাত খেটে যাচ্ছেন অসহায় মানুষের জন্য। এই সংগঠন এর বিভিন্ন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা সামাজিক দ্বায়বদ্ধতার জায়গা থেকে ফেসবুকে পোস্ট দেয়ার মাধ্যমে ও ফান্ড কালেকশন করছেন বলে জানা গেছে। ঝিনাইদহ “প্রবর্তন সেচ্ছাসেবী সংগঠন” এর সভাপতি প্রতিবেদককে জানান, আমরা বাংলাদেশের সচেতন নাগরিক তাই জাতির ক্রান্তিলগ্নে মানবতার পাশে দাঁড়ানো উচিত। আমরা সে অনুভূতি থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। শুধু সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনই নয় বৈশ্বিক এ বিপর্যয়ে আমরা মনে করি দেশের প্রভাবশালী বৃত্তবান দানশীল হৃদয়বান ব্যক্তিরাও এই দূর সমনয়ে দুস্থ মানবতার সাহায্যার্থে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন,আমাদের এ কাজ অব্যহত থাকবে।

Comments

comments

এই খবর সবার সাথে শেয়ার করুন

এই ধরনের আরও খবর

গোবিন্দগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার জন্য

সারাদেশের জন্য

© স্বত্ব গোবিখবর ২০১৩-২০২০

কারিগরি সহযোগিতায় Pigeon Soft