নুর হোসেন রেইন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর অসাধারণ সাফল্য পেয়ে আসছে। এই বিদ্যালয়ে ২০১১ সাল থেকে পঞ্চম শ্রেণির সমাপণী পরীক্ষার ফলাফলে পাসের হার শতভাগ।
বিদ্যালয় সুত্রে জানা যায়, ১৯০৩ সালে উপজেলার জুমারবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ২০১১ সালে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মোঃ শরিফুল ইসলাম সোহাগ যোগদান করার পর পাল্টাতে থাকে লেখা পড়ার মান। তিনি শ্রেষ্ট শিক্ষক খেতাব পান। গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬৪ জন অংশ নিয়ে ৬৪ জনই জিপিএ-৫ পেয়েছিল। বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,মনোযোগ দিয়ে লেখাপড়া করলে যে কেউ ভাল অর্জন করতে পারে। অভিভাবকরা বলেন,ভাল ফলা ফলে এলাকার লোকজন খুশি। প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সোহাগ বলেন, অচিরেই জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া,এমপি। মিড-ডে মিল উদ্বোধন করবেন এ স্কুৃলে এটা চালু হলে, খাদ্য অভাব থাকবে না, লেখা পড়ার মান আরও বাড়বে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কড়াকড়ি ভাবে দেখা হয়। ক্লাসের পড়া ক্লাসে বুঝে নেওয়া হয়। প্রতি বছর মা সমাবেশ করা হয়। এভাবেই ১১জন শিক্ষক কর্মচারী সুনামের সঙ্গে ৫৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করে আসছে ।