রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের সিংগা ও বুনাতলা বাজার এলাকা থেকে দুইদিনে চোরাই সন্দেহে সাতটি গরু উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে তিনটি এবং সোমবার রাতে চারটি গরু উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, রাতে দেশী ও বিদেশী জাতের এসব গরু বুনাতলা বাজার ও সিংগা এলাকার ফাঁকা মাঠ ও ঝোপ-ঝাঁড়ে বাঁধা ছিল। গরুগুলোর আশেপাশে কোন মানুষ দেখতে না পেয়ে চোরাই সন্দেহে গরুগুলোকে উদ্ধার করা হয়।
অভিযান চলছে বিধায় গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্র ওইসব স্থানে গরুগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে গরুগুলো নিয়ে আমরা বিপাকে পড়েছি। তাদের খাওয়াসহ দেখভাল করতে সমস্যা হচ্ছে। মঙ্গলবার একটি গরুর মালিক এসেছেন, আমরা যাচাই করছি। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে দেওয়া হবে গরুগুলো।