মোঃ মোজাফ্ফর হোসাইন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠের স্ট্রেজ গ্যালারি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বিশেষ প্রকল্পের অর্থায়নে নির্মাণ কাজের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ এসএম আব্দস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন পৌর জাপার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিএসসি। এছাড়া জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।